Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

বাঞ্ছারামপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো পাকা শরকের মাধ্যমে উপজেলা সদর হতে প্রায় সবগুলো গ্রামে ই যাতাআত করা যায়, তবে তেলী কান্দী গ্রামটি এখনো যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নী। তাছারা অত্র ইউনিয়নের মধ্যে উপজেলা সদর অবস্থিত হওয়াএ এখান থেকে কড়ই কান্দী দিয়ে ফেরী পার হয়ে রাজধানী ঢাকা জাতায়ত ও দেশের উত্তর পশ্চিম দিকে, এবং দখিন দিকে হোমনা কালিকাপুর ব্রিজ পার হয়ে গৌরীপুর দিয়ে দেশের দখিনের জেলাগুলোতে সড়ক পথে যাতায়াত করা যায়।

পুর্বদিকে অত্র উপজেলার শেষ শলফা ব্রিজ দিয়ে জেলা সদর ব্রহ্মনবাড়িয়া যাওয়া যায়। মোট কথা অত্র ইউনিয়ন টির যোগাযোগ সমগ্র বাংলাদেশের সাথে করা যায়।